Salgaria, India
N/A
অবিভক্ত মেদিনীপুরের শতাব্দী প্রাচীন ঐতিহ্য ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের শালগাড়িয়া ব্যাপ্টিস্ট চার্চ। গত রবিবার একটি সংবাদপত্রে উইলিয়াম কেরির নিয়ে একটা লেখা বেরিয়ে ছিল। বৃটিশ ধর্মযাজক। প্রথম বাংলা ব্যাকরণ, ছাপাখানা, সংবাদপত্র সবই তাঁর হাত ধরে। কিন্তু তাঁর আরেকটি অবদান উহ্যই থেকে গেছে। কৃষি ক্ষেত্রে কেরির অবদান। ফুলকপি, বাধাকপি, ট্যমেটোর মত আনাজ চাষ করা তিনিই নেটিভ চাষিদের শিখিয়ে ছিলেন। সেই রকমই আরেকজন সাহেবের ইতিকথা লুকিয়ে আছে শালগাড়িয়ায়। জর্জ অ্যাজার(১৮৬০ - ১৯৪৪)। শুধু ধর্মপ্রচার নয়। গ্রামবাসীকে চাষাবাদ শিখিয়ে ছিলেন। গড়ে ছিলেন স্কুল এবং দাতব্য চিকিৎসা কেন্দ্র। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের প্রথম উচ্চবিদ্যালয় গড়ার মূল উদ্যোক্তা ছিলেন জর্জ সাহেবই।
like
Deli
The best companies in the category 'Deli'