West Bengal, India
South Khagrabari Club By Lane
N/A
+91 7679844559
ব্লাড ডোনার অর্গানাইজেশনের মেম্বার হিসাবে গর্বিত আমি মুর্তাজা আলী। আমি জীবনে প্রথম রক্ত দান ব্লাড ডোনার অর্গানাইজেশনের হাত ধরে করতে পেরেছি।ব্লাড ডোনার অর্গানাইজেশন গোটা দেশে বিস্তারিত হয়ে আমাদের একটা সুগঠিত পরিবার তৈরি করে দিয়েছে। যেখানে আমরা শিখতে পেরেছি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। শুধু তাই নয় বেঁচে থাকতে দরকার আনন্দ ফুর্তি বিভিন্ন প্রোগ্রাম এ বিভিন্ন মানুষের সাথে মেলামেশায় আমাদের সেই আনন্দ ময় স্মৃতি গুলো জীবনে স্বাচ্ছন্দ্য এনেছে। সম্মান জ্ঞাপন করবো তাদের যারা এই সেচ্ছাসেবী সংগঠন টি তৈরি করেছে কারন তারা এই রকম মহান চিন্তা ধারা করেছেন জন্য আজ আমরা মানুষের পাশে দাঁড়ানোর প্লাটফর্ম পেয়েছি।এর মধ্যে অনেককেই হয়তো এখন জড়িত নেই কিন্তু আমরা তাদের কখনোই ভুলবো না।,আমরা যতদিন ,ব্লাড ডোনার অর্গানাইজেশন থাকবে ততদিন সেই ব্যাক্তি গুলোকে স্মরণ করে কাজ করে যাবো।আর এই ব্লাড ডোনার অর্গানাইজেশন শিখিয়েছে মানুষের পাশে দাঁড়াতে তাই জীবনে মানুষের পাশে দাঁড়াতে হলে এই সংগঠনের সাথে জড়িত হয়ে দাড়াবো এই অঙ্গিকার করছি আমি। "সবার সাথে সবার পাশে ব্লাড ডোনার অর্গানাইজেশন পরিবার" ️
like
Deli
The best companies in the category 'Deli'