Kaiti, India
Unnamed Road
N/A
আনন্দতীর্থ আদিবাসী ও ব্রতচারী লোকসংস্কৃতি সংঘ কাইতি গার্লস স্কুলের সন্নিকটে অবস্থিত। এটি প্রকৃত অর্থেই একটি বৃহৎ সাংস্কৃতিক কেন্দ্র। এখানে বিশেষত বাংলার প্রাচীন ছৌ নৃত্য শেখানো হয় এবং বাংলার বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারি সংস্থার অনুষ্ঠানে ছৌ নৃত্য এবং শারীরিক কসরৎ পরিবেশন করে থাকে। যুগাবতার শ্রীরামকৃষ্ণ ও মা সারদার কাহিনি নিয়ে এনাদের একটি অসাধারণ নাটক সম্প্রতি youtube channel এ প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে এই সংস্থা 25 বছর ধরে বাংলার বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কাইতি এলাকার গর্ব রূপে আত্মপ্রকাশ করেছে।
like
Deli
The best companies in the category 'Deli'